কালিগঞ্জে ১২৫ নারী কর্মীকে চেক ও সনদপত্র প্রদান

0
58
কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ আরই আর এমপি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে (৯ জুলাই) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন সাতক্ষীরা এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান। উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন, সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক ভবেশ চন্দ্র মৃধা প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠানে প্রত্যেকে নারী কর্মীকে ১ লাখ ২১ হাজার ৩‘শ ৭৩ টাকার চেক প্রদান করা হয়। ৪ বছরে উপজেলার ১২ ইউনিয়নের ১২৫ জন নারী কর্মীদের মধ্যে মোট ১ কোটি ৪২ লাখ ১২ হাজার ৮‘শ ৬১ টাকার সঞ্চিত অর্থের চেক প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here