যশোরে নবাগত পুলিশ সুপারের যোগদান

0
87

যশোর অফিস : যশোরের নবাগত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম দায়িত্বভার গ্রহণ করেছেন।  গত সোমবার দুপুরে বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার বুঝে নেন। এসময় নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন যশোর জেলা পুলিশের কর্মকর্তারা। পুলিশের একটি সূত্র জানিয়েছে, খুব দ্রুতই যশোরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করবেন নবাগত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম । ইতিমধ্যে সে আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।উল্লেখ্য, মোঃ মাসুদ আলম মাদারিপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে তাকে যশোরে বদলি করা হয়। অন্যদিকে অতিরিক্ত ডিআইজির পদ পাওয়া যশোরের বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ হেডকোয়াটারে বদলি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here