কোটচাঁদপুরে সরকারি বিল দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ 

0
49
মোস্তাফিজির রহমান, কোটচাঁদপুর : ঝিনাইদহে কোটচাঁদপুরে বিল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বলুহর ভাটামতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিদ্যাধরপুর গ্রামের আব্দুল আলীর ছেলে আসাদুল ইসলাম, আলী বক্সের ছেলে আব্দুর রাজ্জাক,  আবুল কাশেমের ছেলে মফিজুর রহমান, লালচাঁদ মণ্ডলের ছেলে ইয়ারুল ইসলাম,
সাদ্দাম হোসেন ও খাইরুল ইসলাম, জামাত আলী ছেলে সুন্নত আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যাধরপুর এলাকার তালতলা বিল দখলকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু ও আসাদুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে বলুহর ভাটামতলা বাজারে নজরুল ইসলাম নজু ও আসাদুল ইসলামের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে, উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সহিংসতায় জড়িয়ে পড়ে। এতে অন্তত ৭ জন আহত হয়। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ওসি সৈয়দ আল মামুন প্রতিবেদক কে  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারামারির ঘটনায় আসাদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে, চেয়ারম্যান নজরুল ইসলাম সহ নয়জনকে আসামি করে কোটচাঁদপুর মডেল থানায় একটি মামলাও করেছেন। তরিকুল নামের একজন আসামিকে আটক করা হলেও অন্যরা রয়েছে পালাতক। পালাতক  আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here