যশোরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত,আহত ৪জন ট্রাক খাদে

0
56

যশোর প্রতিনিধি : যশোর বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত  সিদ্দিক হোসেন (৫০) বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মোস্তাক আলীর ছেলে মোঃ সুফিয়ান (২০), আক্কাস মোল্লার ছেলে মোঃ সাহিদুল (১৮), বারেক মোল্লা ছেলে আব্দুল মজিদ (৪৮), ও জালাল মোল্লার ছেলে মোঃ কবির হোসেন (৩৫)।বাঘারপাড়া থানার ওসি মোঃ রোকিবুজ্জামান জানান, যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিন শ্রীরামপুর গ্রামের সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে মাঠে কয়েকজন মাছ ধরছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নামিয়ে দেয়। এসময় ট্রাকটি জেলেদের ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে মোঃ সিদ্দিক হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরো ৪জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। তিনি আরো জানান, হাইওয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছেছে এবং ট্রাক উদ্ধারের কাজ চলছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here