অভয়নগরে ফাতেমা হাসপাতালে আবারও অপারেশনে নারীর মৃত্যু

0
110
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের জরায়ু অপারেশনে কাজল বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। নিহত কাজল বেগম উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা সরকারি কবর স্থান মোড় এলাকার রনি গাজীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই মঙ্গলবার ওই নারীকে জরায়ু নাড়ি অপারেশন করার জন্য উপজেলার নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার মন্জুরুল মোরশেদ তাকে অপারেশন করেন। বৃহস্পতিবার (১১জুলাই) বিকালে ওই নারী অসুস্থ হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে খুলনায় রের্ফাড করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে শুক্রবার ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্লেখ‍্য, গত ৩০ জুন রাত আনুঃ সাড়ে ৭ টার সময় বিতর্কীত ওই (প্রাঃ) হাসপাতালে ভুল অপারেশনে ইতি বেগম নামের একজন নারীর মৃত্যুর ঘটনায় অনিয়ম তদন্ত চলমান থাকা অবস্থায় আবারও অপারেশনের এক রোগীর মৃত্যু হল। চিকিৎসার নামে অপচিকিৎসা বন্ধ করতে জরুরি পদক্ষেপ নিতে সিভিল সার্জন যশোরের দৃষ্টি আকর্শন করেছেন সচেতন মহল।
নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা। আপনারা ডাক্তারের সাথে কথা বলেন।
এ বিষয়ে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের চিকিৎসক মন্জুরুল মোরশেদ বলেন, রোগীর খিচুনী রোগ ছিল। তাই অপারেশনের ধাক্বা সামলাতে পারেনি। তদন্তাধীন অবস্থায় এ রকম জটিল অপারেশন কেন করলেন জবাবে তিনি বলেন, সিভিল সার্জন যশোরের কাছ থেকে অনুমতি নেওয়া আছে।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ওহিদুজ্জামান বলেন, নারীর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। বিষয়টি দ্রুত ক্ষতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here