এক দিনের ব্যবধানে ৮০ টাকা বৃদ্ধিতে কাঁচা ঝাল ৪০০ টাকা

0
60

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে এক দিনের ব্যবধানে কাঁচা ঝাল ৮০ টাকা বৃদ্ধি পেয়ে কেজি ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। শনিবার কেশবপুর শহরের পুরনো গরুহাটার কাঁচা বাজারে ৪০০ টাকা দরে কাঁচা ঝাল বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। গত শুক্রবার একই হাটে কাঁচা ঝাল বিক্রি হয় ৩২০ টাকা কেজি দরে। একদিনেই কেজিতে ৮০ টাকা বৃদ্ধি পাওয়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা বলছেন আড়তে কাঁচা ঝাল কম উঠায় বেশি দাম দিয়ে আড়ৎ থেকেই কিনতে হয়েছে। আর এ কারণেই প্রতি কেজি ঝাল ৪০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
সরেজমিন কেশবপুর পুরনো গরুহাটার কাঁচা বাজারে ৪০০ টাকা কেজি দরে কাঁচা ঝাল বিক্রি করার বিষয়ে খুচরা ব্যবসায়ী ওালয়ার রহমান ও মজিবর রহমান বলেন, আড়ৎ থেকে ৩৫০ থেকে ৩৬০ টাকা দরে কাঁচা ঝাল ক্রয় করতে হয়েছে। যে কারণে প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি না করলে লাভ থাকে না।
কেশবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মধ্যকুল এলাকার বাসিন্দা মদন সাহা বলেন, সকালে পুরনো গরুহাটার কাঁচা বাজার থেকে ৪০ টাকা দিয়ে ১০০ গ্রাম কাঁচা ঝাল ক্রয় করেছেন। তিনি আরো বলেন এ বছর এটাই কেশবপুরে রেকর্ড পরিমাণ কেজি দরে কাঁচা ঝাল ক্রয় করতে হলো।
কেশবপুর কাঁচা বাজারের আড়ৎদার সমিতির সভাপতি মশিয়ার রহমান বলেন, শনিবার চাহিদার তুলনায় কাঁচা ঝাল কম আসায় আড়ৎ থেকেই ৩৫০ থেকে ৩৬০ টাকা দরে কাঁচা ঝাল বিক্রয় হয়েছে। আর ওই কারণেই খুচরা বাজারে বেশি দামে কাঁচা ঝাল বিক্রি হচ্ছে। তবে আমদানি বেশি হলেই দাম কমে যাবে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করার বাদি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here