নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) বিএম মোজাম্মেল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা।শণিবার ঢাকাস্থ বিএম মোজাম্মেল হকের অফিসে সৌজন্যে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসেম আলী, গৌর কুমার ঘোষ, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক ফরুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিলন ঘোষাল, উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মশিয়ুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, যুবলীগ নেতা কাজী মারুফসহ আরো অনেকে। সাক্ষাৎকালে বিএম মোজাম্মেল হক বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শিক সৈনিক। দলের নেতৃত্বের প্রয়োজনে তীব্র প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা যেন কখনোই প্রতিহিংসায় রূপ না নেয়। প্রতিহিংসায় রূপ নিলে তা আত্মঘাতীমূলক হয়। সুতরাং দলের তৃণমূল থেকে শুরু করে সর্ব্বোচ্চ পর্যায় পর্যন্ত এই জায়গাটা ঠিক রাখতে হবে। সেই সঙ্গে দলের ত্যাগী নেকাকর্মীদের মূল্যায়ন করারও নির্দেশ দেন তিনি।