মেহেরপুর প্রতিনিধি : ১৯৭১ সালে পাকিস্তানের কারাগারে বন্দী থাকা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে বঙ্গবন্ধুর ঘোষণা বাস্তবায়ন করার দাবিতে মহাসমাবেশ করেছেন স্বদেশ প্রত্যাবর্তনকারী অবসরপ্রাপ্ত সামরিক সদস্য কল্যাণ কমিটি। শনিবার (১৩ জুলাই) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডো গ্রামে অনুষ্ঠিত এ মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন অনানারী ক্যাপ্টেন (অবঃ) ফজলুল হক।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ রফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং জাহিদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট (অবঃ) নূরুল ইসলাম, সার্জেন্ট (অবঃ) শাহজাহান, সার্জেন্ট (অবঃ) মিজানুর রহমান, মোছাঃ হাসিনা বেগম ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ওহিদুজ্জামান (শাফিউল)সহ কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিএমএ (কুমিল্লা) সম্মেলনে উক্ত সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেন। অথচ অদ্যাবধি সামরিক সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি মেলেনি। একইসাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ পুর্বক প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখারও আহ্বান জানান বক্তারা।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ রফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং জাহিদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট (অবঃ) নূরুল ইসলাম, সার্জেন্ট (অবঃ) শাহজাহান, সার্জেন্ট (অবঃ) মিজানুর রহমান, মোছাঃ হাসিনা বেগম ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ওহিদুজ্জামান (শাফিউল)সহ কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিএমএ (কুমিল্লা) সম্মেলনে উক্ত সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেন। অথচ অদ্যাবধি সামরিক সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি মেলেনি। একইসাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ পুর্বক প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখারও আহ্বান জানান বক্তারা।