চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় এক রাতে জেটিআই কোম্পানির ৫লক্ষ ১২হাজার টাকার সিগারেট চুরি হয়েছে। এসময় সিন্দুকে থাকা নগদ ১০লক্ষ ২৯হাজার ৩৫০টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন কোম্পানির চৌগাছার ডিলার সাব্বির আহমেদ। রবিবার (১৪ জুলাই) ভোররাতে পৌর এলাকার বাকপাড়া এলাকায় কোম্পানির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুরির এ ঘটনায় কোম্পানির নগদ অর্থসহ ১৫লক্ষ ৪১হাজার ৩শত ৫০টাকার ক্ষতি হয়েছে। স্বরেজমিনে গিয়ে দেখা যায়, সিন্দুক ভেঙে টাকা নেওয়ার রহস্যময় ঘটনা। সিন্দুক রাখা কক্ষের ভিতরে প্রবেশ করে চুরি সংঘটিত হলেও দরজা ভাঙার কোনো আলামত খুঁজে পায়নি পুলিশ। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে থানা পুলিশ।
জেটিআই কোম্পানি চৌগাছা শাখার ডিলার সাব্বির আহমেদ বলেন, ভোররাতে সংঘটিত চুরির পর তিনি নিজে বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর সন্দেহভাজন হিসেবে দুজন নৈশ প্রহরীকে আটক করা হয়েছে। তবে তদন্তের পর মূল ঘটনা জানা যাবে।