মহেশপুরে মাতৃভাষা গণগ্রন্থাগা‌রের ২৩ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পালিত

0
38
মহেশপুর  প্রতিনিধিঃ  ঝিনাইদহের মহেশপুরে মাতৃভাষা গণগ্রন্থগারের ২৩তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  শিক্ষক সম্মাননা, আনন্দ শোভাযাত্রা ও ফলদ গা‌ছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে মাতৃভাষা গণ গ্রন্থগার কালুহুদা  চত্বরে এম কে টুটুলের সভাপতিত্বে
প্রতিষ্ঠা বার্ষিকী উপল‌ক্ষে এলাকার স্বনামধন্য  ৪ জন (মোঃ ওয়ালিউল ইসলাম ‘মরণোত্তর’, প্রফেসর মোহাম্মদ হানিফ, জনাব মোঃ তবিবর রহমান ও জনাব মোঃ মাসুদুর রহমান)  গুণি শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সাবেক জেলা কমান্ডার  বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ কামালুজ্জামান।
বি‌শেষ অ‌তি‌থি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক  দীপক সাহা, ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোরের সহকারী অধ্যাপক ড. ওয়া‌হেদুল ইসলাম, সরকারি  বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান  প্রভাষক নি‌খিল পাল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার  হারুন অর র‌শিদ প্রমুখ।
মাতৃভাষা গণগ্রন্থাগার ২০০১ সালে ১৩ জুলাই জন্মলাভ করে।এই বাতিঘর হাটি হাটি পা পা করে  ২৩ তম বর্ষ অতিবাহিত করেছে। শিশু প্রতিষ্ঠান আজ মনে হচ্ছে  যৌবনে পদার্পণ করছে। এখন এর গ্রন্থ সংখ্যা প্রায় ৭০০০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here