লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউপির ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বর মেহেদি হাসান টগরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সম্প্রতি সাবেক মেম্বর মেহেদি হাসান টগরের নামে ফেসবুকসহ অনলাইনে বানোয়াট তথ্য সম্বলিত খবর প্রচারিত হয়।
ওই মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে রবিবার সকালে যোগিয়া গ্রামবাসী যোগিয়ামোড়ে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বর্তমান মেম্বর আব্দুল মান্নান মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শেখ, বীর মুক্তিযোদ্ধা কে এম মেজবাহ উদ্দিন মজনু,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম মর্তুজা মোল্যা।
বক্তারা বলেন, এলাকার মাদক ব্যবসায়ী নানদু শেখ, মাহাবুর গাজীর সহযোগি রুবেল ও তার স্ত্রী তাসলিমা দেদারসে মাদক ব্যবসা করে যাচ্ছে। সাবেক মেম্বর তাদের মাদক ব্যবসায় বাধা দেয়ায় তারা সাবেক মেম্বরকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।