ডুমুরিয়ার শেখ রবি’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

0
51
ডুমুরিয়া খুলনা : খুলনার ডুমুরিয়া শরাফপুর ইউনিয়ন পরিষদের বারবার সুনামধন্য চেয়ারম্যান শহীদ শেখ রবিউল ইসলাম রবি গত ৬জুলাই রাত সাড়ে ১০টায় খুলনা যাওয়ার পথে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ওয়াপদার রাস্তা কালবার্ট নামক স্থানে তাকে সন্ত্রাসীরা‌ গুলি করে হত্যা করে।হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। সোমবার ১৫জুলাই ‌বিকাল ৪টার সময় শরাফ পুর ইউনিয়নের আলিয়া মাদ্রাসার মোড়ে প্রতিবাদ সমাবেশ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আসাবুর রহমান সরদার, বক্তব্য দেন রবিউল ইসলাম রবি’র বড় ভাই  শেখ  মন্জুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ইউ পি সদস্য লাকি আক্তার সুলতানা, রশিদ মেম্বার,  ইউ পি সদস্য মিজানুর রহমান খান,শেখ জাফর‌ ইসলাম সুজন,মোস্তাফিজুর রহমান,শেখ কারিমুল ইসলাম, আব্দুর রশিদ শেখ, প্রমুখ।।সার্বিক সঞ্চালনায় ছিলেন হেমায়েত রশিদ খান।বক্তব্য বক্তরা  পুলিশ প্রশাসনের উদ্দেশ্য করে বলেন প্রকৃতি খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানান।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here