নিজস্ব প্রতিবেদক,নড়াইল:নড়াইলে পৃথক দুটি হত্যা মামলায় মিন্টু শেখ (৫২) ও সাহেব আলী (৫০) নামে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মিন্টু কে ২০ হাজার টাকা জরিমনানা অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই সাথে সাহেব আলীকে ৫০ হাজার টাকা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমদাদুল ইসলাম ইমদাদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়,২০১৩ সালে কালিয়া উপজেলার মির্জাপুরে ছাগলে চাল খাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে ভ্যান চালক ফিরোজ শেখকে হত্যা করে তারই আপন চাচাতো ভাই মিন্টু শেখ। পরে মিন্টুকে অভিযুক্ত করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই কুদ্দুস শেখ। অপরাধ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মিন্টুকে তার চাচাতো ভাই ফিরোজ হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড সাথে ২০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
অপর একটি হত্যা মামলায়, ১৯৯৬ সালে লোহাগড়া উপজেলার শামুকখোলায় গ্রাম্য আধিপত্যের জেরে হত্যাকান্ডের ঘটনায় মো. সাহেব আলী (৫৫) নামের অভিযুক্তকে ২০২২ সালে যাবজ্জীবন সাজা এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। আসামি সাহেব আলী ২০০০ সালের আগস্ট থেকে থেকে ২০২৪ সালে ১৩ জুলাই পর্যন্ত বিদেশে পালিয়ে থাকেন প্রায় ২৪ টি বছর। দেশে ফিরে স্বেচ্ছায় আজ সোমবার নড়াইল জেরা ও দায়রা জজ আদালতে হাজির হলে পূর্বের সাজার রায় বহাল রেখে নড়াইল জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমদাদুল ইসলাম ইমদাদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়,২০১৩ সালে কালিয়া উপজেলার মির্জাপুরে ছাগলে চাল খাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে ভ্যান চালক ফিরোজ শেখকে হত্যা করে তারই আপন চাচাতো ভাই মিন্টু শেখ। পরে মিন্টুকে অভিযুক্ত করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই কুদ্দুস শেখ। অপরাধ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মিন্টুকে তার চাচাতো ভাই ফিরোজ হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড সাথে ২০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
অপর একটি হত্যা মামলায়, ১৯৯৬ সালে লোহাগড়া উপজেলার শামুকখোলায় গ্রাম্য আধিপত্যের জেরে হত্যাকান্ডের ঘটনায় মো. সাহেব আলী (৫৫) নামের অভিযুক্তকে ২০২২ সালে যাবজ্জীবন সাজা এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। আসামি সাহেব আলী ২০০০ সালের আগস্ট থেকে থেকে ২০২৪ সালে ১৩ জুলাই পর্যন্ত বিদেশে পালিয়ে থাকেন প্রায় ২৪ টি বছর। দেশে ফিরে স্বেচ্ছায় আজ সোমবার নড়াইল জেরা ও দায়রা জজ আদালতে হাজির হলে পূর্বের সাজার রায় বহাল রেখে নড়াইল জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।