যশোরে ১০ লক্ষ  খেজুর বীজ ও ১৫ শ চারা রোপণ

0
82

যশোর প্রতিনিধি : যশোরের যশ-খেজুরের রস, এটি কয়েকবছর আগেও বাস্তব ছিল কিন্তু এখন সেটি প্রায় বিলুপ্ত হতে চলেছে। কমে যাচ্ছে খেজুর গাছ। কমেছে রসের উৎপাদনও। যশোরের ঐতিহ্য রক্ষা করতে যশোর জেলায়  ১ কোটি  খেজুর গাছের বীজ  রোপণের অংশ হিসেবে  সদর উপজেলার ফতেপুর ধানঘাটায়  ১০ লক্ষ খেজুর বীজ  রোপন ও  ১৫শ খেজুর গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মাহমুদুল হাসান,  ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ  সোহরাব হোসেন  হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সদর উপজেলা কৃষি অফিসার হাসান আলী , সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, ইউ পি সদস্য নূর হোসেন টুটুল প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here