ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ অভয়নগরের এমপি বাবুল সহ ২১ ব্যক্তি পেলেন জাতীয় মৎস্য পদক

0
40

আরাফাত হোসেন: যশোর ৮৮ চার আসনের এমপি এনামুল হক বাবুল সহ ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন
জাতীয় মৎস্য পদক । বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়
মৎস্য ২০২৪ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব পদক তুলে দেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা । এসময় মৎস্য উৎপাদনের ( মাছ/সিবাস/মিস্ক ফিস/অপ্রচলিত
মৎস্য/ মেরিকালচার) (কার্প-পাবদা) জন্য কুলসুম এগ্রি ফার্ম এর স্বত্বাধিকারি
এনামুল হক বাবুলকে রৌপ্য পদক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ভরবো মাছে
মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ শুরু হয়
মঙ্গলবার, যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ
২২ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক, ২০২৪ প্রদান করেন, যার মধ্যে রয়েছে
৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ দুপুর
১২টায় গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here