যশোর প্রতিনিধি : কোটা পদ্ধতিতে সংস্কার আন্দোলনে সহিংসতায় গুলিবর্ষণ, হত্যাকাণ্ড
এবং রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে
উদীচীর সাংস্কৃতিক সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ
হিসেবে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে উদীচী
শিল্পী গোষ্ঠী যশোর সংসদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উদীচী যশোর সংসদের সহসভাপতি অ্যাডভোকেট
আমিনুর ইসলাম হিরু। সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জেলা শিল্পকলা
অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু,
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার
আলম খান দুলু। আরও বক্তব্য রাখেন উদীচী যশোর সংসদের সাধারণ সম্পাদক
সাজ্জাদুর রহমান খান বিপ্লব ও সহ-সাধারণ সম্পাদক আসিফ আকবর
নিপ্পন।
এ সময় প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন কাজী শাহেদ নওয়াজ,
প্রতিবাদী সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
এদিকে, অনুরূপ প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী সমাবেশ করেছেন
যশোরের সাধারণ আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বৃহস্পতিবার
দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে শতাধিক আইনজীবী প্রতিবাদী
ব্যানার নিয়ে জড়ো হন।
এ সমাবেশে বক্তব্য দেন, আইনজীবী রুহিল বালউজ, আবু মুরাদ,
জুলফিকার জুলু, আসাদুল লতা, মোস্তফা কামাল মিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের এ আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করে
বলতে চাই- অবিলম্বে তাদের এই নয় দফা দাবি মেনে নেওয়া হোক এবং
তাদের ওপর যে হত্যা নির্যাতন চালানো হয়েছে তার উপযুক্ত বিচার
হোক।’
Home
যশোর স্পেশাল ## কোটা আন্দোলনে সহিংসতার গুলিবর্ষণ, হত্যার প্রতিবাদ যশোরে উদীচীর সাংস্কৃতিক সমাবেশ