কোটা আন্দোলের পর বেনাপোল বন্দর স্বাভাবিক! কিন্ত ব্যবসায়ী মহলে শংকা

0
38
বেনাপোল থেকে এনামুলহকঃদেশে কোটা আন্দোলনের পর বেনাপোল বন্দর স্বাভবিক ভাবে আমদানী রপ্তানীসহ পাসপোর্ট যাত্রী চলাচল করছে। তবে শুক্রবার বন্ধের দিন থাকায় বাংলাদেশ ভারত  আমদানী রপ্তানী হয়নি কিন্ত পাসপোর্ট যাত্রীর সংখ্যা ছিলো প্রচুর। ৩ হাজার মত পাসপোর্ট যাত্রী বাংলাদেশ ভারত যাতায়াত করেছে বলে জানান ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
 দেশ কয়দিন স্বাভাবিক পর্যায়ের কারনে দুরপাল্লার পরিবহন চলাচল করেছে।এতে করে শান্তির হাতছানী দেখা দিলেও আবার যেন অন্ধকারাচ্ছ ভাব বলে অনেকে মনে করছেন।
কোটা আন্দোলনে ৮ দিন বন্ধ থাকার ফলে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে শত কোটি টাকা। ঘাটতি পুশিয়ে নিতে বন্দরে কার্য্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছেন আমদানী রপ্তানী কারকরা। বন্ধের কারনে ডলার সংকট দেখা দেয়ায় আমদানী রপ্তানী ব্যাহত হতে পারে বলে ব্যাবসায়ীমহলদের ধারনা। এদিকে ডলারের মুল্যও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। রাজস্ব  ঘাটতি পুরনে  আগামীতে ব্যবসার  অবস্থা কেমন হবে তা নিয়ে বড় বিপাকে আছেন স্থানিয় সিএন্ড এফ এজেন্ট ও আমদানী রপ্তানী কারকরা।
দেশের সার্বিক পরিস্খিতি নিয়েও স্থানিয় ব্যবসায়ীরা বড়ই উদ্বিগ্ন।  তবে কোটা আন্দোলনে বেনাপোলে কোন মিটিং মিছিল হয়নি। বর্তমানে বেনাপোল বন্দর স্বাভাবিক পর্যায়ে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here