মতবিনিময় সভায় বক্তারা সহিংসতা নয়,ভাংচুর নয়, অনাকাঙ্খিত ঘটনা রুখে দেয়াসহ পুলিশকে সর্বাত্তক সহযোগিতা করার ঘোষণা

0
64

স্টাফ রিপোর্টার : সহিংসতা নয়, ভাংচুর নয়, সকল অনাকাঙ্খিত ঘটনা রুখে দেয়াসহ পুলিশকে সর্বাত্তক সহযোগিতা করার ঘোষণা দেয়া হয়েছে যশোর কোতোয়ালি থানায় সদর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায়। রবিবার দুপুরের এ সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ছাত্র প্রতিনিধিসহ যশোরের সুধীজনেরা অংশ নেন। সভায় বলা হয় পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। বিশেষ করে যশোরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখন আর ঘটছেনা। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। পুলিশকে নির্ভয়ে নব উদ্যমে কাজ করতে হবে। আইনশৃংখলা সমুন্নত রাখাসহ মানুষে জানমাল নিরাপত্তায় পুলিশ আগের মতই ভূমিকা পালন করবে। যশোরের শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ছাত্রজনতা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সকল উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয় সভায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সদরে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাপ্টেন নাবিল, মুক্তিযোদ্ধা মাযহারুল ইমলাম মন্টু, আফজালুর হোসেন দুদুল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বাঁশিনুর নাহার ঝুমুর, কেতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খানসহ ছাত্রপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক প্রতিনিধিসহ অনেকে। সভায় আরো অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও আইনজীবীসহ অনেকে। সভায় পুলিশ তাদের কাজ শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ জন্য রাজনৈতিক দলসহ সব শ্রেণি পেশার মানুষ সহযোগিতা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here