গাংনীতে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকের বিপরিতে শাখা না খোলার দাবিতে মানববন্ধন

0
202
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ইসলামি ব্যাংকের এজেন্টে ব্যাংকের বিপরিতে শাখা না খোলার দাবিতে মানববন্ধন করেছেন এজেন্ট ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার (১১ আগস্ট) সকালে এজেন্ট ব্যাংকের সামনের সড়কে এ মানববন্ধনে এজেন্ট ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মতরা অংশ গ্রহণ করেন।
মানবববন্ধকারীরা জানান, মেহেরপুর জেলার বৃহত গাংনী উপজেলায় ইসলামি ব্যাংকের কয়েকটি এজেন্ট ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামি ব্যাংক। এর বিপরিতে গাংনী উপজেলায় একটি পুর্নাঙ্গ শাখা খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। ফলে আর্থিক ও চাকুরি ঝুঁকির মধ্যে পড়েছে এজেন্ট ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। তাই শাখা খোলার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে দাবি জানান মানববন্ধকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গাংনী এজেন্ট নাদিম মাহমুদ ও ইনচার্জ মাহফুজ মোর্শেদ, বামন্দী এজেন্ট শাখা ইনচার্জ হামিদুর রহমান কাজল, মড়কা শাখা এজেন্ট ফারুক হোসেন ও ধানখোলা এজেন্ট শাখার ইনচার্জ আসাদুজ্জামান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here