শালিখায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

0
146

সাইফুল ইসলাম:শালিখা (মাগুরা) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে যানজট নিরসনে সড়ক মহাসড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা এতে যান চলাচল অনেকটা গতি ফিরেছে,নিরসন হয়েছে যানজটের। শনিবার (১০আগস্ট) সরে জমিনে দেখা যায়, শালিখা উপজেলার আড়পাড়া বাজারের যশোর মাগুরা মহাসড়কের যানজট নিরসনের কাজ করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা যে সকল মোটরসাইকেল চালকদের হেলমেট ছিল না তাদেরকে হেলমেটের ব্যবহার এবং আইন মেনে চলাচলের আহ্বান জানান শিক্ষার্থীরা। মহাসড়ক ছাড়াও শালিখা রোড, কালীগঞ্জ রোড থেকে যে সকল ছোট ছোট যানবাহন চলছে সেগুলোকে লেন ধরে চলার জন্য বলছেন। সড়কের যানজট নিয়ন্ত্রণ ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। এ সময় সাধারণ পথচারীরা তাদেরকে ধন্যবাদ জানান। এসময় পরিবহন ও ছোট ছোট ব্যস্ত যানবাহনের চালকরা নিয়ম মেনে গাড়ি চালিয়ে তাদেরকে সহযোগিতা করেন। শিক্ষার্থীরা জানান,উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা ২০জন শিক্ষার্থী দুই শিফটে ভাগ হয়ে যানজট নিরসনে জনসাধারণের জন্য কাজ করছি এবং বয়স্কদের রাস্তা পারাপারে সাহায্য করছি। সাধারণ পথচারী ও স্থানীয়রা জানান, শিক্ষার্থীরা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নিয়ম অনুযায়ী এ কাজ করছে এ সকল শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here