## যশোরে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

0
278

প্রতিবেদক : সারাদেশে সনাতন ধর্মবিশ্বাসীদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান
ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের প্রতিবাদ ও সাম্প্রদায়িক
সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানিয়ে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে জেলা পূজা উদযাপন পরিষদ ও
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদেও যৌথ উদ্যোগে এ কর্মসূচি
পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর
দাস রতন। বক্তব্য রাখেন পূজো উদযাপন পরিষদের সহ-সভাপতি জয়ন্ত
বিশ্বাস, দুলাল সমাদ্দার, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগ্ম সম্পাদক
রতন আচার্য, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক
রবিন কুমার পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ দত্ত,
সাধারণ সম্পাদক তপন ঘোষাল ও আইন সম্পাদক অ্যাডভোকেট নবকুমার
কুন্ডু। সঞ্চালনা করে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন
কুমার ঘোষ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক
শাস্তি দাবি করে বলেন, সনাতন ধর্মবিশ্বাসীরা মহান স্বাধীনতা
সংগ্রাম থেকে শুরু করে দেশ মাতৃকার সকল প্রয়োজনেই অংশ নিয়ে
আসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা স্বাধীন দেশে সরকার পরিবর্তনের
সাথে সাথে অনাকাঙ্ধিসঢ়;ক্ষতভাবে সনাতনীদের উপর অব্যাহতভাবে
অত্যাচার করা হয়।
নেতৃবৃন্দ বলেন অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
একইসাথে স্পেশাল ট্রাইবুনাল গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি
বিনষ্টকারীদের বিচারের আওতায় আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here