রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর ঠাকুরপাড়া গ্রামের
আসাদুলের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে তিন লক্ষ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার
মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আসাদুল মোবারকপুর গ্রামের মৃত কোমর আলী সরদারের ছেলে। তিনি একজন কৃষক।
ক্ষতিগ্রস্ত আসাদুল জানান- বাড়ির পাশেই প্রায় ৪ একর জমির উপর একটি মাছের ঘেরে রুই,
কাতল, জাপানি, সিলভারকাপ, পাপদাসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন লক্ষ মাছ ছাড়া ছিলো।
সাদা মাছগুলো প্রায় কেজি সাইজের হয়ে গেছে আর পাপদাগুলো ৪০-৫০টায় কেজি হবে।
আগামী মাসে বড় হয়ে ওঠা কিছু মাছ বিক্রির কথা ভাবছিলাম। হঠাৎ শনিবার মধ্যরাতে একদল
দুর্বৃত্ত আমার মাছের ঘেরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে। পরে একেএকে সব মাছ মরে
ভেসে উঠে। ক্ষতিগ্রস্ত আসাদুল আরও জানান- পূর্বশত্রুতার জেরধরে এ ক্ষতি করেছে দুর্বৃত্তরা।
এতে প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে।















