কালিয়ায় বিএনপিকে সুসংগঠিত করতে কর্মীদের সাথে নিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন মেহেদী হাসান মতি

0
227
মোঃ  হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের মাথাভাঙা গ্রামের কৃতি সন্তান সিকদার মেহেদী হাসান ( মতি)মেম্বার।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসেন তিনি।আস্তে আস্তে তার গুণাবলীর মাধ্যমে মুল দল নড়াইল জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পদে আসিন হন। দল ক্ষমতায় না থাকায় বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতন, নির্যাতিত হয়ে অসংখ্য মিথ্যা মামলায় পড়ে এলাকা ছাড়া হন তিনি। ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর ৬ আগষ্ট এলাকায় আসেন তিনি।এসে এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সংগঠনের কাজে নেতাকর্মীদের উজ্জীবিত করতে ব্যস্ত সময় পার করছেন নড়াইল জেলা বিএনপির স্বেচ্ছাসেবক  বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও সাবেক ইউপি সদস্য শিকদার মেহেদী হাসান ( মতি)।
১৩ আগষ্ট (মঙ্গলবার) বিকেলে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে আওয়ামীলীগ সরকারের নির্যাতন,নিপিড়নের বর্ণনা দেন তিনি। এ সময় বিএনপিকে সুসংগঠিত করার বিষয়ে ও কথা বলেন তিনি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ছাত্রদের ধন্যবাদ জানিয়ে মেহেদী হাসান বলেন, আগামীতে দল নির্বাচনে আসছে তাই দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছি। এ ছাড়া এলাকার আপামর জনগনের শান্তি নিশ্চিত করতে দলীয় লোকজন নিয়ে নিয়মিত পাহারার ব্যবস্থা করেছেন করেছি।
মেহেদী হাসান আরো বলেন,বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের ইউপি সদস্য থাকা কালীন আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে পরিষদে যেতে পারিনি। এলাকায় কাজ করতে পারিনি।
আগামিতে ইউপি নির্বাচন করবেন কিনা জানতে চাইলে বলেন,এবারের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় আমার দল যদি ক্ষমতায় আসে, সেরকম পরিবেশ হলে নির্বাচন করতে পারেন বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, নিজ এলাকার মোঃ জিয়াউর রহমান,  ইয়াছিন আরসফাত, আঃ হাই শিকদার, মুক্তার মোল্যাসহ বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here