কোটচাঁদপুরে শিক্ষার্থীদের গ্রাফিতিতে পালটে যাচ্ছে দেয়ালের চিত্র 

0
201

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর ঃ দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেয়ালগুলোতে  শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে  নতুনভাবে ফুটে উঠেছে   বিভিন্ন দেয়াল,  বদলে গেছে কোটচাঁদপুরের স্কুল, কলেজ, মাদ্রাসার দেয়ালের চিত্র। বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টা উপজেলার, মোশারফ হোসেন সরকারি কলেজ, উপজেলা পরিষদ, পাইলট মাধ্যমিক বিদ্যালয়,  পোষ্ট অফিস, কামিল মাদ্রাসাসহ অনেক দেয়ালে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির  কাজ করেন শিক্ষার্থীরা ।সরকারি মোশারফ হোসেন কলেজের অর্থায়নে এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এই উদ্যোগ।
একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতিকির ছবিও আঁকা হয়।সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে কোটচাঁদপুর শহরের  দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বয়সী ছেলে–মেয়েরা দেয়াল লিখনে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর সরকারি মোশারফ হোসেন কলেজের শিক্ষার্থী, তানভীর আহমেদ আকিব, রিয়া তামান্না, মিম শাহ ওরপি, লামিয়া, রিমি, রাকিব, আকিব,অর্নব, জিদান,পরাগসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here