যশোরে ফটো সাংবাদিক পরাগ স্বেচ্ছাসেবক দলের হামলায় আহত

0
244

যশোর অফিস : যশোর মনিহার মোড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করার সময় দলের নেতাকর্মীদের হাতে যুগান্তর ব্যুরো ফটো সাংবাদিক, প্রেসক্লাব যশোরের সদস্য ও সমাজের কথার পত্রিকার ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ (৩৩)আহত হয়েছেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ফটোসাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করে।  সোমবার  বেলা সাড়ে ১১এ ঘটনা ঘটে। আহত পরাগ চৌগাছা উপজেলার সিংহঝুলি  গ্রামের জমশেদ আলী ছেলে। হাসপাতালে সাবাদিক পরাগ জানান, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে জান তিনি। সকাল থেকেই যশোর শহরের মনিহার মোড়ে নেতাকর্মীরা জড়ো হলে, স্বেচ্ছাসেবক দলের অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়। একপর্যায়ে স্বেচ্ছাসেবক  দলের  দুই গ্রুপের মধ্যেও হাতাহাতির শুরু হয়। তখন হাসফিকুর রহমান পরাগ ছবি তুললে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে হাতুড়ি দিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার কাছে থাকা ৮০ হাজার টাকা মূল্যের লেন্স ক্যামেরা তারা ভাঙচুর করে। এ সময় অন্যান্য ফটোসাংবাদিকরা দ্রুততাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগীয় আনেন। কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, পরাগের পিঠে, দুই পায়ের উরুতে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে।  তাকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here