অভয়নগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা

0
253
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের স্মরণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার বুইকারা আল হেলাল একাডেমী সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা শাখার সভাপতি আলী আকবার মোড়ল, যশোর জেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ও হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের টিম সদস্য ইমরান আকুঞ্জি। সার্বিক তত্বাবধানে ছিলেন, হাফেজ আব্দুল্লাহ্ আল মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here