কোটচাঁদপুরে মাটি কেটে বিক্রির অভিযোগে মামলা হলেও আসামিরা ধরা ছোয়ার বাইরে 

0
177
মোস্তাফিজুর রহমান,কোটচাঁদপুরঃ  পুকুর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে কোটচাঁদপুর মডেল  থানায় পৃথক দুইটি  মামলা করেছেন উপজেলার দোড়া ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা জাকির হোসেন। তবে মামলা হলেও আসামিরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়,কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ভোমরা ডাঙ্গা – চুয়াডাঙ্গা বাজারের পাশে হারুন অর রশিদের  পুকুর ও সোয়াদি গ্রামের আনিসুর রহমানের পুকুর থেকে মাটি ব্যবসায়িরা দীর্ঘদিন ধরে মাটি কেটে বিক্রি করে আসছিল।বিষয়টি নিয়ে তাদেরকে বেশ কয়েক বার সর্তক করেন উপজেলা প্রশাসন । এরপরও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাটি কেটে বিক্রি করা অব্যহত রেখেছিল।
এ কারনে গত ২১ জুলাই পুকুর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে মডেল  থানায় পৃথক দুইটি এজাহার দায়ের  করেন দোড়া ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা জাকির হোসেন।
ওই মামলায় আসামি করা হয়েছে,তেঘরি গ্রামের পুকুর মালিক হারুন অর রশিদ,মাটি কাটার সহযোগী আব্দুর রহিম, শাহিন হোসেন,সাইফুল ইসলাম, কায়দার আলী, আব্দার আলী, সোয়াদি গ্রামের পুকুর মালিক আনিসুন রহমান,সহযোগী পারভেজ হোসেন ও মনা বিশ্বাস।এদিকে থানায় এজাহার করার ১৪ দিন পর মামলাটি নথিভূক্ত হলেও আসামিরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। বিষয়টি নিয়ে কোটচাঁদপুরের দোড়া ইউনিয়ন সহকারী ভুমি  কর্মকর্তা জাকির হোসেন বলেন,উপজেলার ভোমরা ডাঙ্গা – চুয়াডাঙ্গা ও সোয়াদি গ্রামের পুকুর থেকে মাটি কেটে বিক্রি করছিলেন ওই এলাকার প্রভাশালী মাটি ব্যবসায়িরা।
এ ব্যাপারে তাদেরকে একাধিক বার  সর্তক করা হলেও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল।
এরপর নির্বাহী স্যারের নির্দেশে গত ২১ জুলাই কোটচাঁদপুর মডেল  থানায় পৃথক দুইটি এজাহার দায়ের  করা হয়। এদিকে এজাহার করার ১৪ দিন পর মামলা নথিভুক্ত করা হলেও আসামিরা রয়েছে ধরা ছোয়ার বাইরে এমন অভিযোগ ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তার।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল  থানার উপপরিদর্শক (এসআই) সারমিন আক্তার বলেন,মামলা হওয়ার পর দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়। এ কারনে মামলা নিয়ে কাজ করা সম্ভব হয়নি। তবে এখন মামলাটি নিয়ে কাজ চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন,মাটি কাটার বিষয়টি নিয়ে থানায় সংশ্লিষ্ট নায়েব এজাহার করেছেন। আপনারা ওসি সাহেবের সঙ্গে কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here