মনিরামপুর ক্যানেল ছাড়া মৎস ঘের খনন পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি।ক্ষতির মুখে কৃষকেরা

0
122

ভ্রাম্যমান প্রতিনিধিঃ-মনিরামপুর উপজেলাতে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ধানের চারা ও ফসলের মাঠ।গত কয়েকদিন যাবৎ লাগাতার বৃষ্টির কারনে উপজেলার বিভিন্ন এলাকার বিলে পানি জমে আছে যার ফলে আমন ধান গাছ পানিতে ডুবে পচে যাবার উপক্রম হয়েছে। মংগলবার বিভিন্ন এলাকাতে খোজ নিয়ে জানা যায় কিছু কিছু এলাকাতে আমন ধান গাছ গুলি আনুমানিক এক থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। কৃষকদের অভিযোগ অপরিকল্পিত ভাবে  মৎস ঘের  করার কারনে বিলের পানি অপসারনের জন্য যেসব খাল বা ক্যানেল রাখা আছে সেগুলোর মুখ অনেক জায়গা বন্ধ করে রাখা হয়েছে।১৩নং খানপুর ইউনিয়নের শালিখার বিলে সরেজমিনে যেয়ে দেখা যায় দীর্ঘ দিন যাবৎ বিলের রাস্তার পূর্ব পাশে দুটি মৎস ঘের রয়েছে পানি সরানোর জন্যে যে ক্যানেল রাখা আছে সেগুলো কচুরিপানা এবং মাটি জমে ক্যানেলের তলা উচু হয়ে পানি সরানোর প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।যার কারনে দ্রুত পানি নিষ্কাশনের বাধা হয়ে দাড়িয়েছে তাছাড়া ক্যানেলের শেষের দিকে পানি সরানোর জায়গা ছোট করে রাখা হয়েছে।একই বিলের রাস্তার পশ্চিম পাশে আব্দুল গফুর গং এর একটি ঘেরের কোন ক্যানেল রাখা হয় নি।শেখপাড়া খানপুর গ্রামের মুন্তা নামে একজন জানান ঘেরে ক্যানেল না রাখাতে আমার ধান গাছ ডুবে পানির নিচে আছে।সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন কে ক্যানেলের বিষয়টি ফোন করে জানালে তিনি বলেন ঘের মালিককে বেড়ি কেটে নেট দিয়ে পানি বের করে দিতে বলেন কিন্তু ঘের মালিক আব্দুল গফুর কে জানালে তিনি কোন কর্নপাত করেন নি তিনি বলেন ঘের করেছি সেজন্যে ক্যানেল রাখতে হবে নাকি। এছাড়া ধান ক্ষেত পানির নিচে তলিয়ে থাকলেও কৃষি অফিসের কেউ এখনো পর্যন্ত ফসলের মাঠ সরেজমিন দেখতে আসেননি।পানি দ্রুত নিষ্কাশন করা না গেলে ধান গাছ পচে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here