মনিরামপুরের পল্লীতে ডোবা গাছ থেকে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
318
আনিসুর রহমান:-  বৃহস্পতিবার সকালে মনিরামপুর উপজেলার ঝাঁপা বাজার টু ডুমুরখালী বাজারের সংযোগ সড়কের পাশের একটি ডোবা গাছ থেকে গৌরপদ নামের ওই রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 জানা যায় উপজেলার ঝাঁপা গ্রামের নিরাপদ রায় এর ছেলে গৌর পদ রায় বুধবার সন্ধ্যার পর তার স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। পরিবারের লোকজন ওই রাতে বহু খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়ানি। পরদিন বৃহস্পতিবার সকালে ঝাঁপা গ্রামের শফিকুল নামের এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ডোবা গাছে ঝুলান্ত মরদেহ দেখতে পায়। তখন তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং দেখতে পায় গৌরপদের লাশ। পরে সংবাদ পেয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সনজিৎ কুমার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে নিহতের পরিবারের সূত্রে জানা যায়, নিহত গৌর পদ এর দুটি সন্তান রয়েছে। সে নিজেই রাগের বসির্ভূত হয়ে গাছের মগডালে উঠে গলাই রশি দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে এসআই সনজিৎ কুমার  বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে নিজে আত্মহত্যা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here