ইসলাম ধর্ম  নিয়ে কটূক্তিকারী কঙ্কনের বিচারের দাবিতে বিক্ষোভ, বয়কট করল  সনাতনী শিক্ষার্থীবৃন্দ

0
126

যবিপ্রবি প্রতিনিধি: ইসলাম ধর্ম  নিয়ে কটূক্তিকারী কঙ্কন বিশ্বাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারন শিক্ষার্থীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭- ১৮ সেশনের শিক্ষার্থী ও সনাতন বিদ্যাথি সংসদের সভাপতি।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ শুরু হয় এবং প্রশাসবিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর উপযুক্ত শাস্তি চেয়ে  স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মকে নিয়ে অগ্রহণযোগ্য, অশ্লিল কথাবার্তা বলায়  বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭- ১৮ সেশনের শিক্ষার্থী কঙ্কন বিশ্বাসের উগ্র হিন্দুত্ববাদীদের শাস্তির আওতায় আনা অতীব জরুরী। এই ধরনের ধর্মীয় উস্কানিদাতা ও অশ্লীল কটূক্তিকারীর স্থায়ী বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিতর্কিত মন্তব্য আমাদেরকে ব্যথিত করে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা উনাকে নিরাপদ মনে করি না।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কঙ্কন বিশ্বাস যবিপ্রবির ইতিহাসে একজন কুলাঙ্গার তিনি ইসলাম ধর্মকে নিয়ে অত্যন্ত আপত্তিকর কটুক্তি করেছেন যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এই বাংলাদেশে মুসলমান হিন্দু খ্রিস্টান ভাই ভাই হিসেবে বসবাস করছে ভবিষ্যতেও আমরা ভাই ভাই হিসেবে বসবাস করবো। এই যবিপ্রবির বুকে যেকোনো ধর্ম নিয়ে কটুক্তি করার দুঃসাহস আগামীতে কেউ দেখাবে না।
এ দিকে কংকন বিশ্বাসের বিরুদ্ধে গত ২৫শে আগস্ট ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিমূলক কমেন্টের অভিযোগের প্রেক্ষিতে যবিপ্রবি সাধারণ সনাতনী শিক্ষার্থীবৃন্দ তাকে সকল কার্যক্রম থেকে বহিষ্কার করেছে। তারা বলেন অভিযোগের সত‍্যতা প্রমাণ সাপেক্ষে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী যদি কোনো শাস্তি প‍্রাপ‍্য হয় তবে আমাদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here