নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ

0
140
জেলা প্রতিনিধি  চুয়াডাঙ্গা : মাদক কেনার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এ ঘটনা ঘটে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার নিজ বাড়ি থেকে নিহত আব্দুস সোবহানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ছেলের নাম শিশির আহম্মেদ। দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, ৩ সেপ্টেম্বর দুপুরে নিহত আব্দুস সোবহান ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার ভাতা তোলেন। ওই দিন রাতেই তার ছেলে শিশিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরের দিন বুধবার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে ঝগড়া চলে। ওই দিন মাঝ রাতে আব্দুস সোবহানের চিৎকার শোনেন প্রতিবেশীরা। এরপর থেকে সোবহানকে বাইরে দেখেনি ওই এলাকাবাসী। সবশেষ শনিবার দুপুরে বাড়ির দুতল থেকে পচা গন্ধ বের হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।নিহতের ভাইয়ের মেয়ে গুলশান আরা জানান, তার চাচাতো ভাই শিশির বখাটে ও নেশাগ্রস্থ ছিলেন। নেশার টাকা জোগাতে না পেরে তার বাবার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। পরে শনিবার দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোবহানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শিশিরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here