নির্বাচন বিষয়ে রাজনৈতিক দল সমুহের সাথে আলোচনা শুরু করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী সমাবেশ অনুষ্ঠিত 

0
127

যশোর অফিস : বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত জুলাই আগষ্ট গণহত্যার বিচার,আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ- সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া- রেশনিং ব্যবস্থা চালু করা, খেলাপি ঋণ- দূর্নীতি ও পাচারকৃত টাকা উদ্ধার- ঋণ খেলাপি দূর্নীতিবাজ টাকা পাচারকারীদের বিচার ও সম্পদ বাজেয়াপ্ত করা, সংস্কারের রূপরেখা রোড ম্যাপ ঘোষণা ও সংখানুপাতিক নির্বাচনী পদ্ধতি চালু সহ নির্বাচনী আইনের সংস্কার, গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দল সমুহের সাথে আলোচনা শুরু করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট  ১০ সেপ্টেম্বর দেশব্যাপী সমাবেশের ডাক দেয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট যশোর  ১০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় প্রেসক্লাব যশোরের সামনে এক সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড আমিনুর রহমান হিরু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা নেতা কমরেড আলাউদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here