হামলা, মারপিট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগ বসুন্দিয়ায় ইউনিয়ন যুবলীগ নেতাসহ দশ নেতাকর্মীর বিরুদ্ধে দেড় বছর পর মামলা

0
135

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় ইউনিয়ন যুবলীগের নেতাসহ দশ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর’২৪) বসুন্দিয়া ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনিসুর রহমান বাদী হয়ে হামলা, মারপিট, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগে এই মামলা দায়ের করেন। গতবছর ৭ মার্চ (২০২৩ সাল) হামলার অভিযোগে ঘটনার দেড়বছর পর তিনি এই মামলা করেছেন। মামলার আসামিরা হলেন, বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া-মোল¬াপাড়া এলাকার মৃত. শাহাদাৎ আলী মোল¬ার ছেলে ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান (৩৭), বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েতনগর গ্রামের নিজামের ছেলে মো. রাশেদ (৪০), গোলজার মোল্যার ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৫), মৃত হারান বিশ্বাসের ছেলে মো. মুসা (৩৯), মীর পাড়ার মৃত রহমান মীরের ছেলে বাদশা মীরসহ (৪২) আরও অজ্ঞাতনামা ৪/৫ জন। মামলার আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত। মামলার বাদী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত. মোহাম্মদ শের আলী বিশ্বাসের ছেলে ওয়ার্ড যুবদলের সভাপতি আনিসুর রহমান এজাহারে উলে¬খ করেছেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদুস্য, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, পরের সম্পদ লুণ্ঠনকারী ও কুখ্যাত মাদক কারবারি। তাদের এসকল কাজে এলাকার সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায় না। তাদের অত্যাচারে এলাকার নিরীহ মানুষ অতিষ্ঠ ও দিনের পর দিন হয়রানির শিকার হয়ে ঘর-বাড়ি ছাড়া হয়ে আতঙ্কে মানবেতর জীবন-যাপন করছে। তিনি আরও উলে¬খ করেছেন, ২০২৩ সালের জানুয়ারি মাসে তিনি ২৪৫নং বসুন্দিয়া মৌজার আর, এস ৫৩৪৯ দাগে ৩৩ শতক জমির মধ্যে ৯ শতক জমি তিনি ক্রয় করেন। ওই বছর মার্চ মাসে ওই জমিতে নির্মাণকাজ করতে গেলে যুবলীগ নেতা আসাদুজ্জামান তার পোষ্য সন্ত্রাসীদের নিয়ে বাধা দেয় এবং দশ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৭ মার্চ’২৩ যুবলীগ নেতা ৩ পাতায় ২ক: দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here