মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের ব্যবসায়ীদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ব্যবসায়ীদের মধ্যে শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীক সিন্ডিকেট রুখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখার আমীর মাওলানা নাজির আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর পরিচালনায় স্থানীয় পৌর পাঠাগারে ব্যবসায়ীদের নিয়ে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এবং সকলের মতামতের ভিত্তিতে মোট ১১সদস্যের মধ্যে আহবায়ক নির্বাচিত হয়েছেন সাদ আহমেদ, সদস্য সচিব কাজী মোহাব্বত, সদস্য চান্দু, উসমান গনী, শাহীন, আবু সাঈদ, শাহাবুদ্দিন শাবু, আবুল কালাম আজাদ, রমজান আলী, মিলন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই। তিনি বলেন মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট দেখা যায়, সাধারণ মানুষের জিম্মি করতেও দেখা যায়। তাই সমস্ত সিন্ডিকেট ভেঙে ফেলে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তিনি এ আহবায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আহবান জানান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি শরিফুল ইসলাম, সাবেক আজমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা মতিয়ার রহমান খান, দৈনিক সংগ্রামের সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং দৈনিক যশোর পত্রিকার সাংবাদিক মুস্তাফিজুর রহমান আপেল প্রমুখ।