লোহাগড়ায় অগ্নিকান্ডে সর্বস্ব হারালো বিধবা নারী

0
16

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামে অগ্নিকান্ডে বিধবা নারী রেখা বেগম তার শেষ সম্বলটুকু হারিয়েছেন। জানা যায়, শনিবার রাত ১০টার পর বিধবা নারীর গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে গোয়ালঘরে থাকা ২টি গাভী,১টি এড়ে গরু, ৪টি ছাগল সহ ঘরটি পুড়ে যায়।
মধুমতি নদী ভাঙ্গনে দুবার সর্বস্ব হারিয়েছেন ওই নারী। কোন পুত্র সন্তান নেই। মেয়েরা অন্যের সংসারে। পেট চালান গরু, ছাগল পালন করে আয় করা অর্থে। আগুন ধরবার পর গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও গরু,ছাগল, ঘর রক্ষা করা যায়নি।
রবিবার সকালে শালনগর ইউপি চেয়ারম্যান মোঃ লাবু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিয়েরবর গ্রামের মৃত সমসের মোল্যার স্ত্রী অসহায় ওই নারী সরকার সহ সকলের সহযোগিতা চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here