ইবি উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ

0
171

ইবি প্রতিনিধি : উপাচার্য নিয়োগের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে টানা তৃতীয় দিনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ঘন্টাখানেক মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পার্শ্বের যান চলাচল বন্ধ হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শিক্ষার্থীবান্ধব, সংস্কারমনা ও দূর্নীতিমুক্ত উপাচার্য নিয়োগের দাবি জানান। এর আগে গত শুক্রবার উপাচার্য নিয়োগের জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। যার শেষের দিনে মহাসড়ক অবরোধ করে দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন যাবার হুশিয়ারী দেন।
সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে শিক্ষার্থীরা জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এসে অবস্থান করে।
মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ভিসি ভিসি চাই ইবিতে ভিসি চাই, ভিসি নিয়ে নয় ছয় আর নয় আর নয়, সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে, ঢাবি, জাবি ভিসি পায় ইবি কেন পিছিয়ে যায়। ইত্যাদি স্লোগান দেন। পরে বেলা সাড়ে ১২ টার দিকে আন্দোলন স্থগিত করে মহাসড়ক ছেড়ে দেয় তারা।
এরআগে গত শনিবার ও শুক্রবার একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তার আগে একাধিকবার উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ৮ আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের পর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম। এরপর উপচার্যশূন্য রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here