নিজস্ব প্রতিবেদক : যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে
‘মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য’ শীর্ষক এক
সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ঢাকা
আহ্ধসঢ়;ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন
কেন্দ্র (আমিক) যশোরের উদ্যোগে গতকাল এ কার্যক্রমের
আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ কুমার নন্দীর সভাপতিত্বে
২০০ শিক্ষার্থীর উপস্থিতিতে সচেতনতামূলক কার্যক্রম হয়।
অনুষ্ঠানে মাদকমুক্ত থাকার উপায়, মাদককে না বলা, আসক্ত
ব্যক্তির লক্ষণ, প্রতিকারের উপায়, মাদকগ্রহণে কি কি
মানসিক সমস্যা হতে পারে এবং স্বাস্থ্য ভালো রাখার উপায়
সম্পর্কে আলোকপাত করা হয়।
মূল আলোচক ছিলেন ঢাকা আহ্ধসঢ়;ছানিয়া মিশনের স্বাস্থ্য
সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট ও প্রতিষ্ঠানটির স্বাস্থ্য
সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং
সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলী।
প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের
উপ-পরিচালক আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন জেলার এনজিও সমন্বয়ক শাহাজান নান্নু।
সঞ্চালনা করেন আমিক যশোর সেন্টার ম্যানেজার সৈয়দ
মিজানুর ইসলাম।
সেমিনারে সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী মাদকাসক্তির
প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য শীর্ষক বিষয়ে আলোচনা ও
মাদক প্রতিকারের উপর পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে একজন রিকভারীর জার্নি লাইফ নিয়ে ছাত্রছাত্রীদের
সাথে আলোচনা রাখেন খায়রুল আমিন তুহিন।
Home
যশোর স্পেশাল যশোর পুলিশ লাইন বিদ্যালয়ে মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত















