যশোর অফিস : পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও ঘাপটি মেরে থাকা তার দোসররা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তারা দেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে ঘোলা পানিতে মাছ শিকার করতে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।
সোমবার সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী বিএনপির সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। টিএস আইয়ূব বলেন, দেশের ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে ১৬ বছর ধরে জনগনের বুকের উপর চেপে থাকা স্বৈরাচার সরকারকে উৎখাত করেছি সত্য। তবে তার মদদপুত্র পার্শবর্তী রাষ্ট্র ভারতের ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের ঈন্দনে আজ পার্বত্য অঞ্চল অশান্ত। গার্মেন্টস শিল্পে অস্থিরতা। শিক্ষাগঙ্গনে হত্যা-নৈরাজ্যে চলছে। এ অবস্থায় দেশপ্রেমিক শক্তিকে নাকে তেল দিয়ে ঘুমালে হবেনা। যেকোনো প্রতিবিপ্লব রুখে দিতে প্রস্তুত থাকতে হবে। টিএস আইয়ূব সোমবার দিনভর বিভিন্ন ইউনিয়নে দলীয় কর্মসুচিতে অংশ নেন। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শামসুর রহমান, যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, আনিসুর রহমান প্রমুখ।















