ভবদহের জলাবদ্ধতা, ভবদহ পানি নিষ্কাশনে উদাসীন কর্তৃপক্ষ, ৭টি পাম্প বন্ধ

0
294

জেলা প্রতিনিধি : যশোরের অভয়নগরে ২৫ গ্রামের হাজার হাজার মানুষ আগে থেকেই পানিবন্দি রয়েছে। তবে এবার দ্বিতীয় দফার টানা বৃষ্টিতে নতুন করে ভোগান্তিতে পড়েছে আরো কয়েক’শ পরিবার। বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে স্কুল কলেজ মাদরাসার শ্রেণীকক্ষে। পানিষ্কাশন সমস্যা ও বিশুদ্ধ পানির অভাব প্রকট আকার ধারণ করেছে জলাবদ্ধ এলাকায়। বেড়েছে পানিবাহিত নানা রোগ। পাতলা পায়খানা, পেটেব্যাথা ও চুলকানী নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে অনেকে। তাছাড়া বেড়িবাঁধ ভেঙ্গে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে আরো ১৫ গ্রামের মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতিতেও ভবদহের স্লইস গেট দিয়ে পানি নিষ্কাশনে পানি উন্নয়ন বোর্ডের চরম উদাসীনতা লক্ষ করা গেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোট ১১ টি পাম্পের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাত্র ৪টি পাম্প সচল রয়েছে। বাকি ৭টি পাম্প দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ ৭টি পাম্প বন্ধ রেখে ভবদহ পাড়ের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চিন্তা পানি উন্নয়ন বোর্ডের। জলাবদ্ধ ভবদহ এলাকার গণেষ চন্দ্র অভিযোগ করে বলেন, ২ দফায় টানা বৃষ্টিপাতে ২৭ বিলে যে পানি জমেছে তা নিষ্কাশনে যথাযত ভুমিকা পালন করছেনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা কেউ ঠিকমত স্লুইচ গেটে আসেন না। কর্মচারী নিয়োগ দিয়ে রেখেছে ওরা ঠিকমত দায়িত্ব পালন করেনা। গুরুপদ রায় নামের অপর একজন বলেন, এখানে যে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই স্থানীয়। কেউ মাছ মারতে যায়, কেউ গরু বাঁধতে যায়, দিনের অধিকাংশ সময় অফিসে তালা ঝোলানো থাকে। এ ব্যাপারে যশোর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, জলাবদ্ধ অঞ্চলের পানি নিষ্কাশনে আমরা বিল কুকশা ও ডুমুরিয়ার কিছু এলাকায় জরুরী ভিত্তিতে খনন কাজ শুরু করেছি। ৭টি পাম্প বন্ধ থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, এতদিন বাজেট ছিলনা, নতুন করে বাজেট এসেছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএডিসি) এর মাধ্যমে আমরা পাম্পে বিদ্যুৎ সংযোগ কাজ শুরু করেছি। খুব তাড়াতাড়ি ৭টি পাম্প চালু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here