মনিরামপুর রাস্তা ভেঙ্গে পানি ঢুকছে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা

0
156

ভ্রাম্যমান প্রতিনিধিঃ-যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর টু কামিনী ডাঙ্গা সড়কের উত্তর রাহাবাড়ির পাশে পাকা রাস্তা ভেঙ্গে পানি ঢুকছে জিলদার বিলে জিলদার বিলে এভাবে পানি ঢুকলে পানির নিচে তলিয়ে যাবে কমপক্ষে ১০ টি গ্রাম।
উত্তরের পানির চাপ ও সাগরে লঘু চাপের কারনে অতি বৃষ্টিতে বেশ কয়েক দিন যাবত উপজেলার বাজিতপুর কুশারি কোনা ও কাজিয়াড়া গ্রামের কয়েক শত পরিবার পানি বন্দী হয়ে মানবেতার জীবন যাপন করছে। এলাকার বয়োজৈষ্ঠ লোকেরা জানান এত বেশি পানি আগে কখনো দেখিনি তারা আরও জানান অপরিকল্পিত মৎস্যঘের ও শ্রী নদী দখল করে ঘের তৈরি করার কারনে নদী দিয়ে পানি বের হতে পারছে না যার কারণে আজ মানুষ পানি বন্দী হতে যাচ্ছে। গত কয়েক দিন ধরে কোনা কোলা বাজারের পাকা রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে জিলদার বিলে প্রবেশ করায় বিলের হাজার হাজার মৎস্যঘের ভেষে গেছে ও বিলের পাশে কয়েকটি গ্রামের কিছু কিছু বাড়িতে পানি উঠে গেছে। আবার নতুন করে নেহালপুর টু কামিনী ডাঙ্গা রোডের উত্তর রাহা পাড়ার কাছে কয়েক শত হাত পাকা রাস্তার উপর দিয়ে পানি প্রবেশ করেছে ও হেমপ্রশাদ রাহার বাড়ির পাশে পাকা রাস্তা ভেঙ্গে বড় বড় গর্ত হয়ে হু হু করে পানি ঢুকছে জিলদার বিলে। এলাকাবাসীর ধারনা করছে এ ভাবে যদি পানি ঢুকতে থাকে তাহলে কয়েক দিনের মধ্যে বিলের পাশে বসবাস কারি ১০ টি গ্রাম কয়েক ফুট পানির নিচে তলিয়ে যাবে। এতে জিলদার বিল পাশে বসবাস করি মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে কখন যেন তারা পানির মধ্যে তলিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here