যশোরে শিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত নেতাকর্মীদের ইনসাফ কায়েমের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে : শিবির সভাপতি

0
368

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
মঞ্জুরুল ইসলাম বলেছেন,
শিবিরের নেতাকর্মীদের ইনসাফ কায়েমের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৈতিক
প্রশিক্ষণ নিতে হবে। ক্যাম্পাস গুলোতে তরুণ ছাত্রসমাজকে মাদক,সন্ত্রাস থেকে
দূরে রেখে ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। পাশাপাশি
ক্যাম্পাস গুলোতে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা
পালন করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের
যশোর অঞ্চলের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরোও বলেন, সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে জুলুমের অবসান
করে ইনসাফ কায়েমের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজপথে সাহসী ভূমিকা
রাখতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। শিবিরের প্রত্যেক নেতাকর্মীকে তাকওয়াবান
মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, পাশাপাশি সাধারণ মানুষকে ভালোবাসতে হবে
এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সকল
জুলুম,বাঁধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে। দেশের যেকোনো সংকট ও
ক্রান্তিকালে ছাত্রশিবির সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক ও যশোর অঞ্চলের
পরিচালক সালাহ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
যশোর শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল, জেলা পূর্বের আমীর
মাওলানা আব্দুল আজীজ, জেলা পশ্চিমের আমীর মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ
ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ
প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here