স্টাফ রিপোর্টার, যশোর থেকে : মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা
সকল মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে
সংবাদকর্মীরা। গতকাল বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই
মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন যশোর। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার
মধ্যে মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তারা বলেন,
সাংবাদিক নামের দালালরা যখন সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তখন
একজন মাহমুদুর রহমান বীরদর্পে দেশে প্রবেশ করেছেন। ফ্যাসিষ্ট হাসিনার
রোষানলে পড়ে তিনি টানা ১০ বছর নির্বাসনে ছিলেন।
বক্তারা বলেন, মাহমুদুর রহমান প্রথম ব্যাক্তি যিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে
কলাম লিখেছিলেন। রাজপুত্র জয়ের অর্থ লুটপাটের বিরুদ্ধে কলম ধরার কারনে ৬৫ বছর
বয়সে তাকে একটানা ৩৯ দিন রিমান্ড খাটতে হয়েছে। তার বিরুদ্ধে শতাধিক
মিথ্যা মামলা করা হয়েছে।
তারা বলেন, তিনি দেশে ফিরে আইন মান্য করে আদালতে আত্মসমর্পণ করেছেন।
কিন্তু আদালত তাকে মুক্তি না দিয়ে জেলে পাঠিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর
যেখানে অনেক সাধারণ মানুষ নিঃশর্ত মুক্তি পাচ্ছে। সেখানে একজন সাহসী
সম্পাদককে মুক্তি না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বক্তারা ওই বিচারক এবং ওই
মামলার বাদী পুলিশ কর্মকর্তার বিচার ও শাস্তি দাবি করেন।
সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলাসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের
বিচারের আহবান জানিয়ে বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট স্বৈরাচার শেখ হাসিনা
সরকারের আমলে সারা দেশে শত শত সাংবাদিক হত্যা, গুম, খুনের শিকার হয়েছে।
নির্যাতনের শিকার হয়েছেন আরো বহু সাংবাদিক। সত্য লেখা ও বলার কারনে দৈনিক
মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রকাশক সম্পাদক
মাহাবুবা চৌধুরীর নামে একাধিক মামলা দিয়ে চরম ভাবে নির্যাতন করা
হয়েছে। । এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত মতিউর রহমান চৌধুরীকে দেশ ত্যাগেও
বাধ্য করা হয়। গণমাধ্যম কর্মীদের হয়রানী ও নির্যাতরেন জন্য বিগত ফ্যাসিষ্ট
হাসিনা সরকারের শাষনামলে করা সকল নিবর্তন ও নির্যাতন এবং বৈষম্যমুলক
কালাকানুন বাতিল করে মুক্ত গণমাধ্যম নীতি ঘোষনার দাবি জানান বক্তারা।
স্বৈরাচারমুক্ত বাংলায় গণমাধ্যম কর্মীরা কারাগারে থাকবে আর নির্যাতনকারীরা
বাইরে থাকবে এটা কাম্য নয়। ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সাংবাদিক নেতারা
বলেন, অবিলম্বে সাংবাদিক ও সম্পাদক মাহামুদুর রহমানকে যদি মুক্ত দেওয়া না হয়;
তাহলে সারা দেশের গণতন্ত্রকামী সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।
আন্দোলনের মাধ্যমে দেশের সাংবাদিক সমাজ তাকে মুক্ত করবে ইনশাল্লাহ।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল
সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব নূর ইসলাম,সাংবাদিক
ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ,
সাংবাদিক নেতা তৌহিদজামান, এস এম ফরহাদ, এ্যাড. মনিরুল ইসলাম মনু,
জাগপা নেতা নিজাম উদ্দিন অমিত, সাংবাদিক নেতা শেখ দিনু আহমেদ,এস এম
সোহেল প্রমুখ।
Home
যশোর স্পেশাল আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে যশোরে সংবাদকর্মীদের মানববন্ধন















