নানা আয়োজনে যশোরে মহালয়া অনুষ্ঠিত

0
180

স্টাফ রিপোর্টার : চন্ডিপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে যশোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই আয়োজনের মধ্যেদিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের পৌরপার্কে সনাতন ধর্ম সংঘের আয়োজনে মহালয়া উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বালন ও উলুধ্বনির মাধ্যমে মহালয়ার সূচনা হয়। এরপর মূল আচার-অনুষ্ঠান হিসেবে ঘট স্থাপন করে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজা অর্চনা করা হয়। ত্রিভঙ্গচরণ ব্রহ্মচারীর চণ্ডীপাঠের সাথে সমবেত কণ্ঠে ইয়াচণ্ডী অর্চনা করেন ভক্তরা। এদিন সনাতন ধর্মাবলম্বীরা পিতৃ তর্পণের মাধ্যমে দেবীপক্ষকে আবাহন করেন। সনাতন ধর্ম সংঘ যশোরের নেতা গোপী নাথ বলেন, শারদীয় উৎসব ছড়িয়ে দিতে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ থেকেই শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। তিনি জানান, এ দিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ৬ দিনের প্রতীক্ষা মায়ের পূজার। আর এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়। এছাড়া যশোর কালেক্টরেট পুকুরপাড়, বেজপাড়াতেও আয়োজনে মহালয়া উৎসব অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here