মনিরামপুরে বোনকে তালাক দেওয়ায়, ভাইয়ের আত্মহত্যা

0
141

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ মনিরামপুরে তারিফ হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মনিরামপুর থানা পুলিশ উপজেলার কুয়াদা জামজামি এলাকার একটি আম বাগান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
তারিফ হোসেন একই উপজেলার ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তারিফ হোসেনের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ ও পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন। তারিফ হোসেনের বাবা আতাউর রহমান বলেন, ‘আমার আপন ভাই আকবার আলীর শ্বশুরবাড়ির আত্মীয়র সঙ্গে ঢাকুরিয়া গ্রামে মেয়ে তাজমিনকে বিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ভাই আকবরের সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ শুরু হয়। ফলে তিনি তাজমিনের সংসার টিকে থাকুক সেটা চাইতেন না। এসব নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের মধ্যে গত মাসে তাজমিন তাঁর ভাইয়ের (তারিফের) বিয়েতে আমার বাড়িতে আসে। বিষয়টি ভালোভাবে নেয়নি তাঁর স্বামী আমিনুর। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলে তাজমিন শ্বশুরবাড়ি ফিরে যায়। তখন তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তাজমিনকে তালাক দেয় তার স্বামী।’
আতাউর রহমান আরও বলেন, ‘ভাইয়ের বিয়েতে এসে বোনের তালাক হয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তারিফ। এটা নিয়ে তারিফের ভেতরে হতাশা কাজ করছিল। বুধবার সকালে তারিফ তাঁর স্ত্রীকে নিয়ে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় চলে যেতে চান। এতে ওর মা বাধা দেন। পরে বাড়ি থেকে মাছ ধরার কথা বলে বেরিয়ে এসে জামজামি এলাকায় একটি বাগানে আমগাছে ঝুলে আত্মহত্যা করে তারিফ।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘এক মাস আগে ছেলেটিকে ঝিকরগাছা উপজেলায় বিয়ে দিলাম। ঘরে নতুন বউ। কিন্তু এখন সব শেষ।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু দত্ত বলেন, ‘পারিবারিক কলহের সূত্রধরে তারিফ হোসেন আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here