মনিরামপুর(যশোর) প্রতিনিধি : পৌরশহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে যশোরের মনিরামপুরে অন্ততঃ
৫হাজার ডাস্টবিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোরের
জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম মনিরামপুর পৌরসভার
নাগরিকদের হাতে ডাস্টবিন তুলে দেন। নগর পরিচালন ও অবকাঠামো
উন্নয়ন প্রকল্পের আওতায় মনিরামপুর পৌরসভার পক্ষ থেকে পৌরশহরের
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ডাস্টবিন বিতরন করা
হয়।একই সাথে পৌরসভার নতুন পৌর কবরস্থানে বৃক্ষরোপন
কর্মসূচির উদ্বোধন করেন ও পৌরসভার কর্মচারীদের হাতে আর্থিক
অনুদানের নগদ অর্থ তুলে দেন। এসময় পৌরসভার প্রশাসক এডিসি
মোছাঃ খালেদ্ধসঢ়;া খাতুন রেখা, মনিরামপুরের ইউএনও নিশাত
তামান্না,এসিল্যান্ড মোঃ নিয়াজ মাখদুম, স্বাস্থ্য কর্মকর্তা
ডা.তন্ময় বিশ্বাস, সমসাজসেবা অফিসার রোকনুজ্জামান,শিক্ষা
অফিসার আবু মোত্তালেব আলম, যুব উন্নয়ন অফিসার রেজাউল হক,
পৌরসভার সচিব কামাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।















