বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল পোর্ট থানার পুলিশ পৃথক পৃথক মামলায় ৫ আসামী আটক করেছে। বেনাপোল ও যশোরের আশ পাশের গ্রাম থেকে অভিযান চালিয়ে আজ শনিবার (৫ অক্টোবর) এসব আসামীদের আটক করা হয়।
বন্দরের কর্মকর্তাকে অপহরন করে ৭৫ হাজার টাকা চাঁদা আদায়ের ঘটনায় আসামী বেনাপোলের মৃত শহিদুলের ছেলে নজরুল ইসলাম, (৪২)বিজিবি টিমের কাজে বাঁধা প্রদান নুর ইসলামের ছেলে নাজমুল (২৫),সিরাজ হোসেনের ছেলে মিরাজ হোসেন (৪০),থানা চুরির মামলায় যশোরের খালধার রোডের মৃত আবুল কাশেমের ছেলে আবু সাইদ (২২)
ও যশোরের মুড়লি মোড় এলাকার নুর ইসলামের ছেলে সাগর (২৫) কে আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃরাসেল আহম্মেদ বলেন, আটককৃত আসামীদের যশোর জেলখানায় প্রেরন করা হয়েছে।।















