মনিরামপুর তোপের মুখে প্রধান শিক্ষকের স্কুল ত্যাগ

0
228

ভ্রাম্যমান প্রতিনিধিঃ-যশোর মনিরামপুর টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র কর্মস্থলে ফিরে স্কুলে অবস্হান করতে পারেনি।বিতর্কিত এই শিক্ষক দীর্ঘদিন মেডিকেল ছুটিতে থাকা অবস্হায় জাতীয়করনের দাবিতে বেসরকারি শিক্ষকদের করা মানববন্ধন সহ বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহন করেছিলো।প্রধান শিক্ষক মেডিকেল ছুটি শেষে রবিবার সকাল সাড়ে নয়টায় কর্মস্থলে আসেন টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র।পরবর্তীতে স্থানীয়ের প্রতিবাদের মুখে দ্রুত তিনি কর্মস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছেন।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম ও সহকারী শিক্ষকরা বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসীর দাবি প্রধান শিক্ষক অসুস্হতার জন্যে স্কুলে না এসে মেডিকেল ছুটিতে থেকে মানববন্ধন সহ বিভিন্ন সভা সেমিনারে কিভাবে অংশগ্রহন করলো।তাছাড়া সম্প্রতি তিন জন কর্মচারী নিয়োগের টাকা লুটপাট সহ নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি এর থেকে অতিরিক্ত অর্থ আদায়, নামাজ নিয়ে বিরুপ মন্তব্যের অভিযোগে ৫ আগস্টের পর থেকে কয়েক দফা প্রভাস চন্দ্রের বিরুদ্ধে বিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা। ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র।নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারি শিক্ষক বলেন প্রকৃতি কাউকে ছাড় দেয় না। হেড মাষ্টারের এবার শাস্তি হওয়া হওয়া উচিৎ। এটা তাঁর পাওনা ছিলো।
ওই শিক্ষক আরও বলেন, একদিনের ছুটির জন্য প্রধান শিক্ষকের কাছে কত অনুনয় বিনয় করতে হয়েছে। পরে ম্যানেজিং কমিটি দিয়ে সুপারিশ করিয়ে ছুটি মঞ্জুর করাতে হতো।এই প্রধানের শিক্ষকের বিরুদ্ধে এমন অসংখ্য দীর্ঘশ্বাসের তথ্য মিলবে স্কুলের সহকারি শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের কাছ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here