মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রেললাইনে ছুড়ে ফেলে এক গৃহবধুকে হত্যা করেছে অজ্ঞাত একদল দুষ্কৃতিকারী।
সোমবার সকাল ৭ টায় পথচারীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রাসেল মিয়ার স্ত্রী এক সন্তানের জননী মোছাঃ শিলা খাতুন(২২)’র মরদেহ পাশ্ববর্তী মুন্সিগঞ্জ রেল স্টেশনের কাছে রেললাইনের উপর দেখতে পায়। পরে তারা রেল পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই)শ্রী সুবল কুমার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত শিলার বড় ভাই লিখন জানায় রাতে শ্বশুর বাড়িতে পারিবারিক কলহ বাধে।পরে মাঝরাত হতে বাড়িতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।সকালে লোকমুখে শুনে ঘটনাস্থলে আমরা ছুটে আসি।এসে তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের জখমসহ মরদেহ সনাক্ত করি।ধারণা করা হচ্ছে কুপিয়ে হত্যার পর তার মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়েছে।















