কয়রায় আগুনে পুড়ে দিনমজুরের বসতঘর ছাই

0
204

কয়রা খুলনা. প্রতিনিধি, কোহিনূর আলম : কয়রা সদরে ৩ নং ওয়ার্ডে হক মোড়ল নামে এক দিনমজুরের বসতঘরে আগুন লেগে ঘর সহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘাটাখালি গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য শেখ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাটাখালি পাউবো বেড়িবাঁধের ওপরে থাকা ঘরটিতে কে বা কারা আগুন দিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।তা ছাড়া যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় কয়রা উপজেলার ফায়ার সার্ভিস টিম সেখানে যেতে অক্ষমতা প্রকাশ করে, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে।,কিন্তু ততক্ষণে ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময় ওই ঘরে কোনো লোক ছিল না। এ ব্যাপারে কয়রা থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আগুন লাগানোর বিষয়ে এখনোও পর্যন্ত কোন অভিযোগ পাই নাই, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here