লোহাগড়ায় জামিন পেয়েই বাদীর গরু লুট: ১৩ দিন পর উদ্ধার

0
133

মোঃ বুলবুল মোল্লা লোহাগড়া প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় এক বিতর্কিত ঘটনায় জামিন পাওয়ার পর বাদী রফিকুল ইসলামের বাড়ি থেকে একটি গরু লুটের অভিযোগ উঠেছে।
১৩ দিন পর পুলিশের বিশেষ অভিযানে সেই গরুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাংবাদিকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় উদ্ধার অভিযান সফল হয়েছে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, গত ৩ এপ্রিল (বুধবার) তার গ্রামের ৮-১০ জন ব্যক্তি তার বাড়ির ৫ লাখ টাকা মূল্যের গাছ জোরপূর্বক কেটে নেয়। এই ঘটনায় ক্ষুব্ধ রফিকুল ১৭ এপ্রিল নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে ছিলেন সাউদ মৃধা, নান্নু মৃধা, সালাউদ্দিন মৃধা, কালা মোল্লা, এরশাদ মৃধা, আজিজ মোল্লা, রবিউল মোল্লা ও তরিকুল মোল্লা।
মামলার পর আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদীকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকে। অভিযোগ রয়েছে, গত ৯ অক্টোবর (শুক্রবার) দুপুর ২টার দিকে তারা রফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক একটি গরু নিয়ে যায় এবং সেটি নিজেদের বাড়িতে আটকে রাখে।
২৩ অক্টোবর ভুক্তভোগী রফিকুল ইসলাম লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ও সাংবাদিকদের সহায়তায় অভিযানে নামে এবং ১৩ দিন পর গরুটি উদ্ধার করতে সক্ষম হয়।
এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ভুক্তভোগী রফিকুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, “অভিযুক্তরা মামলা তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে। আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”এ বিষয়ে মামলার আসামিরা বলেন, আমাদের নামে আদালতে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। আমরা গরু নিয়ে ছিলাম এটা সঠিক। কিন্তু পরবর্তীতে তাকে গরু ফেরত দেয়া হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, গরু লুটের একটি অভিযোগ পাওয়ার পর পুলিশ ও সাংবাদিক মিলে অভিযান চালিয়ে গরুটি উদ্ধার করে এলাকার গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন থেকে গরুর মালিকের কাছে গরুটি হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here